খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে সুজনের মতবিনিময়

দ্রব্যমূল্য ক্রয়-ক্ষমতার মধ্যে রাখার আহ্বান

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়ীদের সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সম্পর্কে মতবিনিময় করেছেন সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার অনুষ্ঠিত মতবিনিময়ে আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের নিকট আহবান জানান সুজন। এ সময় তিনি বলেন, কোন প্রকার ঘোষণা ছাড়াই প্রায় সবধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। দামের এ ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষজন। নিত্যপণ্যের এ মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা প্রায়শই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বললেও প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বাজারের চেয়ে কয়েকগুণ বেশি মূল্যে পণ্য বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরা। সভায় ব্যবসা পরিচালনায় বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের জন্য স্কেল বসানোর দরুন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশের আর কোন মহাসড়কে এরকম নিয়ম না থাকলেও শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্কেল বসানোর কারণে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। গাড়ী ভাড়া সহ বিভিন্ন খরচে দিশেহারা ব্যবসায়ী সমাজ। তাছাড়া বড় বড় আমদানিকারকগুলো সব ঢাকায় অবস্থান করছেন। ব্যবসায়ী আলমগীর পারভেজের সভাপতিত্বে এবং খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, খাতুনগঞ্জ আড়তদার সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, মোরশেদ আলম, ব্যবসায়ি মো. বাদশা, পরিতোষ দে, হাজী মো. ইউসুফ, মো. সাকিব, মোসলেম উদ্দিন, রফিকুল আলম, মো. জিহান, মো. রফিক, মো. সোলায়মান, মো. সেলিম, মনিরুল হক মুন্না, আব্বাস উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুরো প্রকল্প নিজস্ব অর্থায়নে করে দিতে চায় চীন
পরবর্তী নিবন্ধসাগরিকা থেকে ডাকাত সর্দার মাসুদ গ্রেপ্তার