নগরী খাতুনগঞ্জের নবী সুপার মার্কেটের টিপিপি এন্টারপ্রাইজ নামের একটি গুদামের একজন মারা গেছেন। গত শুক্রবার রাত ১০ টার দিকে মোহাম্মদ মাসুদ তীব্র পেট ব্যথা ও বমি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খাতুনগঞ্জে গুঞ্জন উঠে গুদামে দেয়া কীটনাশকের বিষক্রিয়ায় ওই শ্রমিক মারা গেছেন। তবে কোতোয়ালী থানা পুলিশ বলছে, বিষক্রিয়া নয়, চিকিৎসকরা নিশ্চিত করেছেন স্বাভাবিক রোগে ওই যুবকের মৃত্যু হয়েছে, তাই কোনো অপমৃত্যু মামলা হয়নি।
খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর বলেন, আসলে মারা যাওয়া যুবক গত তিনদিন আগে একবার অসুস্থ হন বলে শুনেছি। ওই শ্রমিক অসুস্থ হলে শ্রমিকদের মাঝি তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। পরে আমরা গুদামের মালিকপক্ষের সাথে কথা বলি। মানবিক কারণে তাকে অর্থ সহায়তা করতে বলি। কারণ নিহত মাসুদের দুটি ছোট শিশু রয়েছে। টিপিপি এন্টারপ্রাইজের মালিক সালাউদ্দিন নিহতের পরিবারকে ৮ লাখ টাকা দেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, একজন শ্রমিকের মৃত্যু হয়েছে শুনেছি। ঘটনাস্থলে আমাদের টিমও যায়। পরে জানতে পারি, ওই শ্রমিকের স্বাভাবিকের মৃত্যু হয়েছে।