খাজা মঈনউদ্দিন চিশতী ওরশ কমিটির মাহফিল কাল

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

হযরত খাজা মঈনউদ্দিন চিশতী (রা.) এর বার্ষিক ওরশ কাল শনিবার শাপলা সবুজ সংঘের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে। হযরত খাজা মঈনউদ্দিন চিশতী (রা.) ওরশ কমিটির উদ্যোগে চান্দগাঁওয়ের এফআইডিসি রোড শাপলা সবুজ সংঘ চত্বরে আয়োজিত ওরশে নানা কর্মসূচির মধ্যে রয়েছেখতমে কোরান, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, রাতব্যাপী কাউয়ালী মাহফিল ও তাবারুক বিতরণ।

কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক নেজামুল হক কাজল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ জামালখানে পিঠা প্রতিযোগিতা ও মাঘোৎসব
পরবর্তী নিবন্ধআইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে