আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) এবং রেযায়ে মোস্তফা (দ.) ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় আল আমিন হাশেমী দরবার শরীফে খাজা গরীব নেওয়াজ ও ইমাম শেরে বাংলা (রহ.)’র ওরশ গত ২৭ ডিসেম্বর কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ.)। তিনি বলেন,হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান সূফিসাধক। তাঁর প্রবর্তিত চিশতীয়া তরিকা শুধু ভারতবর্ষেই নয়, বরং সমগ্র বিশ্বের সূফি চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছে। এসময় উপস্থিত ছিলেন হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব, কাযী মুহাম্মদ মাশহুদুর রহমান ইয়াহিয়া হাশেমী। আলোচক ছিলেন মুহাম্মদ আজিজুল হক হোসাইনী, হাফেজ শিব্বির আহমদ উসমানী, মুহাম্মদ নুরুল মোস্তফা, মুহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ। পরিশেষে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












