সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলমের পিতা হযরত খাজা আব্দুল হাকিম মাইজভাণ্ডারীর (রহ) ৩০তম ওরশ শরীফ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বাদে ফজর থেকে দিনব্যাপী কর্মসূচির মধ্যে খতমে কোরআনে পাক, মুজমায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউছিয়া শরিফ, খতমে খাজেগান এবং আলোচনা সভা। এছাড়া সর্বসাধারণের মাঝে খাবার ও তবারুক বিতরণ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওরশ শরীফ ইন্তেজামিয়া কমিটির সভাপতি মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু।
আলোচনা সভার প্রধান অতিথি সাবেক সিটি মেয়র মোঃ মনজুর আলম বলেন, অলি আউলিয়াদের সান্নিধ্যে থেকে আমার পিতা পবিত্র ইসলামের খেদমত এবং অলি আউলিয়াদের নির্দেশিত পথে জীবন ধারণ করতেন। তিনি ছিলেন সত্য ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। গরিব দুঃখী মানুষের সেবা করা, মানবতার কল্যাণ করা, সত্যের পথে জীবন ধারণ করা তাঁর জীবনের প্রধানতম বৈশিষ্ট্য ছিল। আমরা আমার পিতার দেখানো পথ ধরে মানবসেবায় আত্মনিয়োগ করে আছি।
আলোচনা সভায় মোস্তফা হাকিম পরিবারের সদস্য ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সরওয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, শাহিদুল আলম, মাওলানা মোঃ হাবিবুর রহমান, সৈয়দ গোলাম সারোয়ার, মোঃ আব্দুর রহমান, প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশাহ আলম, অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, সমাজসেবক নেছার আহমদসহ অন্যরা বক্তব্য দেন। মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব ইমরান হাসান আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।












