আলমগীর খানকাহ্ শরীফে খাজা আবদুর রহমান চৌহরভী (র.)’র ১০০তম সালানা ওরস আগামীকাল বৃহস্পতিবার। বাদ মাগরিব আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়ায় যথাযোগ্য মর্যাদায় শায়খুল মাশায়েখ, ওয়াক্বেফে আসরারে মা’রিফাত, খাজায়ে খাজেগান, খলীফায়ে শাহে জীলান, মা’আরেফে রব্বানীর ধারক, ইলমে লাদুন্নীর বাহক, অদ্বিতীয় দরুদসম্ভার ত্রিশপারা সম্বলিত মাজমু’আহ্-এ-সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের প্রণেতা- খাজা আবদুর রহমান চৌহরভী (রঃ)’র ১০০তম সালানা ওরস অনুষ্ঠিত হবে।
আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন ওরস মোবারকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











