সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরী কিণ্ডার গার্টেন ও খাজা আজমেরী গ্রামার স্কুেলর সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে সম্প্রতি কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম বাহাদুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুর নাহার, খাজা আজমেরী কিণ্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মনিরুজ্জামান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হুমায়ুন কবির এবং বিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দ। মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহবুবুর রহমান। সভায় বক্তারা বলেন, মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে মন-প্রাণ উজাড় করে ভালোবাসতেন। প্রেস বিজ্ঞপ্তি।