খাগড়াছড়ি সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ৭:১৭ অপরাহ্ণ

খাগড়াছড়িতর সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল থেকে খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করছে বলে জানায় সেনাবাহিনী। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সেবা পেয়ে খুশি দুঃস্থ ও হতদরিদ্র সাধারণ মানুষ।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের চাপে রাশিয়া কখনোই মাথা নোয়াবে না, বললেন পুতিন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিল কারকে, আহত ২