খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করলেন পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়। গতকাল শনিবার বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৩৩ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের কাজ সম্পন্ন করা হয়।এসময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন,প্রেসক্লাব সহসভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে
পরবর্তী নিবন্ধকাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান