খাগড়াছড়ি সদর হাসপাতাল পাচ্ছে ৩টি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে করোনা সংক্রমণ বাড়ছে। জেলায় একদিনে সর্বোচ্চ ৪১ শতাংশ করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। প্রতিদিনই নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার রেকর্ড ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সোমবার আক্রান্ত হয় ৩০ জন। শনাক্তের হার ৩৬.১৪ শতাংশ।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৩।
করোনা আক্রান্তদের মধ্যে অঙিজেন স্বল্পতায় থাকা রোগীদের জন্য হাই ফ্লো ন্যাজল ক্যানুলা অত্যন্ত জরুরি। খাগড়াছড়ি সদর হাসপাতালে ২টি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা থাকলেও একটি কারিগরি সমস্যার কারণে ব্যবহার করা হচ্ছে না। তবে সমস্যা দূর করার উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে হাই ফ্লো ন্যাজল ক্যানুলা সংকট নিরসনে এগিয়ে এসেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। রোববার সদর হাসপাতালে সভা করে হাই ফ্লো ন্যাজল ক্যানুলা ক্রয় করার জন্য সাড়ে তিন লক্ষ টাকার চেক হস্তান্তর করেন তিনি। দুটি ক্যানুলা ক্রয়ের জন্য ৭ লক্ষ টাকা দিয়েছে জেলা পরিষদ।
জেলা প্রশাসক জানান, করোনা আক্রান্তদের মধ্যে যারা অঙিজেন সংকটে ভুগছে এমন রোগীদের জন্য হাই ফ্লো ন্যাজল ক্যানুলা খুব দরকারি। জেলা করোনা সংকট মেকোবেলায় ক্যানুলা ক্রয়ের জন্য স্বাস্থ্য বিভাগকে সাড়ে তিন লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। তাছাড়া জেলা পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ করলে তিনি আরো দুটি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা ক্রয়ের জন্য সাত লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, হাসপাতালে আগে থেকে দুইটি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা ছিল। কিন্তু কারিগরি সমস্যার কারণে একটি ব্যবহার অনুপোযোগী ছিল। এখন সচল করা হয়েছে। তাছাড়া জেলা প্রশাসন ও জেলা পরিষদ তিনটি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি : চট্টগ্রাম জেলা রোভার স্কাউটের ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধ‘আল্লামা হাশেমী ছিলেন সুন্নীয়তের বাতিঘর’