পার্বত্য চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবীদ অনন্ত বিহারী খীসা (৮৪) আর নেই। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় খাগড়াছড়ি সদরের অনন্ত বিহারী মাস্টার পাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার দুপুর ২টায় অনন্ত বিহারী মাস্টার পাড়া শ্মশানে তার দাহক্রিয়া অনুষ্ঠিত হবে। অনন্ত বিহারী খীসা ১৯৬০ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন এবং ১৯৯৫ সালে অবসরে যান। অবসরকালীন তিনি বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে অবৈতনিক দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।