পুলিশের দফায় দফায় বাধা উপেক্ষা করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশের কয়েক দফা বাধার মুখে পড়ে। এক পর্যায়ে আদালত সড়ক এলাকায় আটকে দিলে বিএনপির একটি প্রতিনিধি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে কয়েক দফা বাধা দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচাইরী মারমা, বেলায়েত হোসেন, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, আব্দুর রব রাজা, মুফিজুর রহমান, আহসান উল্লাহ মিলন, মাহবুব আলম সবুজ, ইব্রাহিম খলিল, নজরুল ইসলাম, শাহেদ হোসেন সুমন, জাহিদুল আলম, আনিসুল আলম অনিক প্রমুখ।