তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব–১৫ বালক) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের পুকুরে উদ্বোধন হয়েছে। গতকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক ঞোহ্লা মং, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া, তিন বারের বাংলা চ্যানেল বিজয়ী উজ্জ্বল চৌধুরী। প্রশিক্ষণে ৮টি প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী বাছাই করা হয়েছ। তাদেরকে ১ মাস প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।












