খাগড়াছড়ি জেলা ক্রিকেট লিগের উদ্বোধন

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রিকেট লিগ শুরু হয়েছে। গতকাল ১৭ জানুয়ারি সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী আবির, খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, বিসিবির কিউরেটর জাহিদ রেজা বাবু, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, এডহক কমিটির সদস্য ও বিসিবির কাউন্সিলর আনিসুল ইসলাম চৌধুরী আনিক, শাহরিয়ার ইউনুস, মাদল বড়ুয়া, জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিটি গেট প্রিমিয়ার লিগ সিজন-২ এর উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী