খাগড়াছড়ি ও মীরসরাই একাডেমির জয়লাভ

মুজিববর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিববর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের দুটি খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় জয় পেয়েছে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি। তারা ৭ উইকেটে হারায় আবর্তন গোষ্ঠী ক্রিকেট একাডেমিকে। টসে জিতে আবর্তন গোষ্ঠী ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে। তারা নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। জবাবে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি ১৪ ওভার ৫ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। বিজয়ী দলের শান্ত ৪১ বলে ৫৩ রানের সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন ৪ নং ওয়ার্ডের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি রোকন উজ জামান। দিনের দ্বিতীয় খেলায় মীরসরাই ক্রিকেট একাডেমি ৩ উইকেটে জয়লাভ করে। তারা হারায় নিউ ক্রিকেট একাডেমি (রেড) কে। টসে জিতে নিউ ক্রিকেট একাডেমি (রেড) প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। জবাবে মীরসরাই ক্রিকেট একাডেমি ১৯ ওভার ৩ বল খেলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের নিশাত ২ ওভার বোলিং করে ৫ রান দিয়ে ২ উইকেট এবং ২৯ বলে ২৫ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ চান্দগাঁও মহল্লা কমিটির সভাপতি সরোয়ার আলম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধউইজডেনের সেরা কিশোর একাদশে মুশফিক
পরবর্তী নিবন্ধমুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী লাখভি আবারও গ্রেফতার