খাগড়াছড়ির মাটিরাঙা ও গুইমারার ইউনিয়নগুলোতে নির্বাচনের জন্য গতকাল প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম জানান, মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, ইউপি সদস্য পদে ২১৪ জন ও মহিলা ইউপি সদস্য পদে ৫৯ জন মনোনয়ন ফরম জমা দেন এবং গুইমারা উপজেলার ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, ইউপি সদস্য পদে ৭২ জন, মহিলা সদস্য পদে ২৭ জন মনোনয়ন ফরম জমা দেন।
নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদে মোঃ পেয়ার আহম্মদ মজুমদার, তবলছড়িতে নুর মোহাম্মদ, বড়নালে মোঃ ইউনুস মিয়া, আমতলিতে মোঃ আবদুল গণি, গোমতিতে মোঃ তফাজ্জল হোসেন, বেলছড়িতে মোঃ রহমত উল্লাহ, মাটিরাঙ্গায় হেমেন্দ্র ত্রিপুরা এবং গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নে নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়িতে রেদাক মারমা, হাফছড়িতে মংশে চৌধুরী।