খাগড়াছড়ির মহালছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৬:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহালছড়ির মনাটেক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো একই গ্রামের কাজল চাকমার মেয়ে রানজুনি চাকমা(৬) ও মৃত সুরেশ চাকমার মেয়ে বৃষ্টি চাকমা।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বৃষ্টির পানি ধরে রেখে মহালছড়ির মনাটেক বিলে মৎস্য চাষ করতে কৃত্রিম হ্রদ বানানো হয়।
হ্রদের পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায় ঐ দুই শিশু। তাদের খেলার সাথী তুলনা চাকমা স্বজনদের খবর দেয়। পরে স্থানীয়রা হ্রদের পানি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।
মহালছড়ি থানার ওসি মো. জাহাঙ্গীর জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটের এসআই আকবরকে ধরিয়ে দিলে পুরস্কার ১০ লাখ টাকা
পরবর্তী নিবন্ধবান্দরবান সীমান্তে ২টি স্থল মাইন ধ্বংস