খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রামের প্রাকৃতিক গ্রামে চার বছর পর আবারো দেখা গেছে দুর্লভ পাখি উদয়ী পাকড়া ধনেশ। বন উজাড়, নির্বিচারে শিকার ও পাচারের কারণে যে কয়েকটি পাখি ও প্রাণী বিপন্ন হওয়ার মুখে, তার মধ্যে অন্যতম ধনেশ। খাগড়াছড়ির মহালছড়ি এক নিভৃত গ্রামে বছরের চৈত্র ও ভাদ্র মাসে পাকা বট খেতে নিয়মিতই আসে তারা। তবে ২০২১ সালের পর এবছর তাদের দেখা গেছে এবং সংখ্যায় বেড়েছে। চার বছর আগে ঐ এলাকায় তিন ধনেশ দেখা গেলেও এবার বট ফল খেতে এসেছে ৮টি ধনেশ। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রিপনা চাকমা বলেন ,‘ আমাদের এখানে আমরা কাউকে শিকার করতে দিই না। ফলে তারা নিরাপদে থাকে । গ্রামের মাঝখানে একটা বট গাছ আছে। সেটির ফল খেতেই ধনেশ পাখিরা আসে। এবার তাদের সংখ্যাটা বেড়েছে । একসাথে ৮টা ধনেশ ভোর সাড়ে ৫টার দিকে আসে । সাড়ে ৬টায় চলে যায়। এছাড়া পড়ন্ত বিকেলে একবার আসে। গাছে যতদিন ফল থাকে ততদিন তারা আসে । এরপর আর আসে না। ধনেশসহ পাখি যেহেতু পরিবেশের গুরত্বপূর্ণ উপাদান আমরা তাদের রক্ষা করি। গ্রামের অনেক মানুষ বট গাছের নিচে আড্ডা দেয়। ধনেশের ফল খাওয়াটা উপভোগ করে। কিন্ত কেউ পাখিকে ঢিল ছুড়ে না বা শিকার করে না। ’
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা বলেন ,‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে পাকড়া ধনেশ দেখা যায়। খাগড়াছড়িতে যে ধনেশটি দেখা গেছে সেটি মূলত উদয়ী পাকড়া ধনেশ। খুব কম দেখা যায়।’