করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে দূর্গম পাহাড়ের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্বাবধানে গতকাল বুধবার সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দূর্গম রাঙ্গাপানি ও ওয়াকছড়িপাড়া এলাকায় ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, চিনি ও তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন সিন্দুকছড়ি জোনের সেনাকর্মকর্তারা। এসময় জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, করোনাযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই নিজেদের রেশনের অংশ হতে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর এমরান, ক্যাপ্টেন শরিফ, ক্যাপ্টেন আশিক ও ক্যাপ্টেন শাহবাজ সহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।