খাগড়াছড়িতে ৫৮টি বৌদ্ধবিহারে কল্যাণ তহবিলের চেক বিতরণ

| মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন জায়গায় অবস্থিত বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত রোববার চেঙ্গী স্কোয়ার এলাকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ি জেলা কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ির ট্রাস্টি রুপনা চাকমা। প্রধান অতিথি হিসাবে ৫৮টি বৌদ্ধমন্দিরের সভাপতি/সম্পাদকের হাতে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা।
খাগড়াছড়ি কল্যাণ ট্রাস্টের সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া ও সাংবাদিক নুরুল আজম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘মাস্টার্স অব পাবলিক হেলথ’ প্রোগ্রাম চালু
পরবর্তী নিবন্ধপথশিশুদের মাঝে খাবার বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা