খাগড়াছড়িতে ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয়েছে মেয়াদোত্তীর্ণ ৪ লাখ টাকার ওষুধ। একই সাথে ফার্মেসি মালিককে দুইদিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম। তিনি জানান, জননী মেডিকেলের স্বত্বাধিকারী নুরু হোসেন তার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির খবরে অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, ইন্সুলিনডায়াসুলিন ও অ্যান্টিবায়োটিক প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়। ইউএনও বলেন, ফার্মেসি মালিককে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনের ২০১৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা এবং দুই দিনের মধ্যে তিনি ওষুধ সরিয়ে ফেলবেন বলে মুচলেকা দিয়েছেন।

অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সেনেটারি ইনসপেক্টর রনি ত্রিপুরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুবায়েত হোসেন, বাজার পরিচালনা কমিটির সদ্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজিও টিউব ক্ষতিগ্রস্ত, ভাঙা বেড়িবাঁধে বিপদ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩