খাগড়াছড়িতে ২ ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় মানিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা তিনট্যহরী ইউনিয়নের নামার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে বাটনাতলী ইউনিয়নের তুলাবিল এলাকায় পৃথক আরেকটি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী
পরবর্তী নিবন্ধফটিকছড়ির বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ