করোনা সংক্রমণ রোধে শুরু হওয়া লকডাউন চলাকালে খাগড়াছড়িতে গতকাল রোববার সকাল থেকে কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ছিল। জেলা সদরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাস্তায় কোন অবস্থাতেই লোক জন বের হতে পারেনি ।
তবে চলমান বিধি নিষেধ অমান্য করায় রোববার ১শ ৬১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ২ জনকে গ্রেপ্তার করে কারাদন্ড দেয়া হয়।