খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:০৪ পূর্বাহ্ণ

স্ত্রী রীনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। রীনা আক্তারের পিতা আব্দুর রহিম তার মামলার আর্জিতে বলেন, যৌতুকের জন্য প্রায় জামাল উদ্দিন স্ত্রী রীনা আক্তারের উপর নির্যাতন চালাতো। ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাত ১০ টার দিকে জামাল উদ্দিন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। রায়ে সন্তোষ প্রকাশ করে খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলা দ্রুত বিচার টাইব্যুনালে
পরবর্তী নিবন্ধকপাল ফিরল মরণীর