খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে (১৪) যৌন নিপীড়নের অভিযোগে মো. জসিম উদ্দীন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সিন্দুকছড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম উদ্দিনের বাড়ি মানিকছড়ি উপজেলায়। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। সিন্দুকছড়ি বাজারে সাপ্তাহিক হাটবার হওয়ায় রাস্তায় লোকজনের ভিড়ের সুযোগে জসিম উদ্দীন ওই ছাত্রীর গায়ে হাত দেন। এতে তাৎক্ষণিক ওই ছাত্রী প্রতিবাদ করলে স্থানীয় লোকজন প্রতিবাদে সামিল হয়। একপর্যায়ে স্থানীয় ও বাজারে আসা লোকজন মিলে যৌন নিপীড়নকারী জসিম উদ্দিনকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে যায়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।












