তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সেপাক টাকরো টুর্নামেন্টের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়। গত ১৮ ডিসেম্বর বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেন। জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া বিভাগ, যুব উন্নয়ন, জনস্বাস্থস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আহ্বায়ক মো. মাহাবুব আলম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম,জ্যৈতিষ বসু ত্রিপুরা, আনিসুল ইসলাম চৌধুরী আনিক ও মাদল বড়ুয়া।












