খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধসিওসি’৮৬ এর পুনর্মিলনী উৎসব
পরবর্তী নিবন্ধসিআইইউতে নেতৃত্ব ও কর্পোরেট দক্ষতা নিয়ে অনুষ্ঠান