খাগড়াছড়ি লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে ত্রিপুরা, চাকমা ও মার্মা সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, পার্বত্য এলাকায় শীতের প্রকোপ বেশি। অধিকাংশ মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছে। আগামীতেও এ ধরনের উদ্যোগ থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি লেডিস ক্লাবের সভাপতি দ্বীপান্বিতা বিশ্বাস, খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষিকা রুশদিনা আক্তার জাহান, সানজিদা আক্তার, সুমনা কুন্ড প্রমুখ।