খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছে ভুক্তভোগী শিশুর মা। এ ঘটনায় অভিযুক্ত মো. শাহ আলম (৬২) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক শাহ আলম উপজেলার তিনটহরী ইউনিয়নের শান্তিনগর এলাকার বাসিন্দা। মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১১টার দিকে অভিযুক্ত শাহ আলম ভুক্তভোগী শিশুটিকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে, পরে ব্যর্থ হয়ে শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি এ ঘটনা তার মাকে জানালে গত শনিবার রাতে মানিকছড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মানিকছড়ি থানার ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, এ ঘটনায় লিখিত এজাহার পেয়েছি। যা নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর উত্তর মাদার্শা ইউপির চেয়ারম্যান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরেলস্টেশনে যত্রতত্র মালামাল ব্যবসায়ীদের সতর্ক করলেন মেয়র ডা. শাহাদাত