খাগড়াছড়ির মানিকছড়িতে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছে ভুক্তভোগী শিশুর মা। এ ঘটনায় অভিযুক্ত মো. শাহ আলম (৬২) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক শাহ আলম উপজেলার তিনটহরী ইউনিয়নের শান্তিনগর এলাকার বাসিন্দা। মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১১টার দিকে অভিযুক্ত শাহ আলম ভুক্তভোগী শিশুটিকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে, পরে ব্যর্থ হয়ে শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি এ ঘটনা তার মাকে জানালে গত শনিবার রাতে মানিকছড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মানিকছড়ি থানার ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, এ ঘটনায় লিখিত এজাহার পেয়েছি। যা নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।