খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আজ আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা। ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। আজ (বুধবার) সকালে অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বাবা। এরপর থেকে আমরা আসামি ধরতে অভিযান পরিচালনা করছি। ঘটনায় অভিযুক্ত শয়ন শীলকে সকালে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুইজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিকটিম শিক্ষার্থীর পিতা জানান, প্রতিদিনের মত সন্ধ্যা ৬টার দিকে মেয়ে প্রাইভেট পড়তে যায়। রাত ৯টার সময় ঘরে ফিরলেও গতকাল (মঙ্গলবার) সাড়ে ৯টার পরও না আসায় বিভিন্ন জায়গায় মেয়েকে খুঁজতে থাকি। এক পর্যায়ে রাত ১১টার দিকে এলাকার একটা ক্ষেতে মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, আদালত সড়ক, নারকেল বাগান ঘুরে এসে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেপোলিয়ন চাকমার সঞ্চালনায় সাধারণ শিক্ষার্থী উক্যেনু মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সুশীল সমাজের প্রতিনিধি সুমন চাকমা, বাগীশ চাকমা, কৃপায়ন ত্রিপুরা প্রমুখ। সমাবেশ থেকে খাগড়াছড়ি জেলায় আজ বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দেন বক্তারা।

ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। পরে শাপলা চত্বরে সমাবেশ করে তারা। এদিকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। বিকেলে বিএনপির সহদফতর সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমনোনয়ন প্রত্যাহার করলেন ২০ প্রার্থী, ৪ জনের প্রার্থিতা বাতিল
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে আজ ‘সেমিফাইনালের’ অপেক্ষায় বাংলাদেশ