খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির সভা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল শনিবার খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি কার্যনির্বাহী কমিটি গঠনের ৯০ দিনে মধ্যে নির্বাচন করা, নতুন সদস্য সংগ্রহ, দুর্যোগ মোকাবিলায় করনীয়, অসহায় মানুষের সেবা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভায় তুলে ধরেন।

শুরুতেই নবাগত চেয়ারম্যান ও সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন যুব রেড ক্রিসেন্ট সদস্যরা। এসময় কমিটির ভাইস চেয়ারম্যান অলকেশ চাকমা ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাছান বানু ফাউন্ডেশনের বৃক্ষরোপণ উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিশ্বসাহিত্য কেন্দ্র, চট্টগ্রাম মহানগরী শাখার কলেজ কর্মসূচির মূল্যায়ন পর্ব