খাগড়াছড়ির দীঘিনালায় যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফ(ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর এক কর্মীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার নাম সুনীল চাকমা বলে জানা গেছে।
গতকাল বুধবার দিবাগত গভীর রাতে বাবুছড়া হতে দীঘিনালাগামী একটি মোটরসাইকেলে আসার পথে যৌথবাহিনী তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড এমুনিশন, নগদ ১৭ হাজার টাকা, মোবাইল ফোন ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করেন।
এর আগে চলতি মাসের শুরুতে দীঘিনালায় যৌথবাহিনী কর্তৃক একটি অভিযান পরিচালনার মাধ্যমে ইউপিডিএফ(মূল) দলের সশস্ত্র গ্রুপের শীর্ষ ৪ সদস্যকে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ চাঁদার টাকাসহ আটক করা হয়।
আগামীতেও অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।