খাগড়াছড়িতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫৬ পূর্বাহ্ণ

 

 

সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে আদালত সড়ক এলাকায় জড়ো হতে থাকে। বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি বের করার প্রস্তুতি নেয়। কিন্তু পুলিশ বাধা হয়ে দাঁড়ায়। একপর্যায়ে মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শহরের প্রধান সড়ক ঘুরে ফের আদালত সড়কে সমাবেশ করে।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। সমাবেশে বক্তারা নির্বাচন কমিশনকে পদত্যাগ করে জনতার কাতারে আসার আহবান জানিয়ে বলেন, প্রধান নির্বাচন কমিশনার আর দিনের ভোট রাতে হবে না এমন প্রতিশ্রুতি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিগত দিনের ভোট রাতে হয়েছে। আপনার কমিশন এই সরকারের তল্পিবাহক। আপনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাঁধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আজকের মত আগামীতেও পুলিশের কোন বাঁধা খাগড়াছড়ির বিএনপির নেতাকর্মীরা মানবে না। যেখানে বাঁধা হবে সেখানেই লড়াই হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলা প্রচলন উদ্যোগের গণ জমায়েত
পরবর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের সহায়তা