খাগড়াছড়িতে মোবাইল কোর্টের উপর বালু উত্তোলনকারীদের হামলা

দুই পুলিশ আহত

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা চালিয়েছে বালু উত্তোলনকারীরা। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে জেলা সদরের পানছড়ি সড়কের প্যারাছড়া উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আবছার বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের অতর্কিত হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ব্যবহৃত একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আশা করছি, অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এসময় বালু উত্তোলনকারীরা আমাদের ওপর হামলা করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আমরা বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলি গাড়ি জব্দ করি। অপরাধীরা যত ক্ষমতাবানই হোক না কেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।

পূর্ববর্তী নিবন্ধখালেদা ও গয়েশ্বরের বিরুদ্ধে পরোয়ানা
পরবর্তী নিবন্ধবিএনপি নেতাদের লজ্জা ভেঙে টিকা নিতে বলেছেন তথ্যমন্ত্রী