খাগড়াছড়িতে মাস্ক না পরে জরিমানা গুনলো ২৭ পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় ২৭ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরের পর থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাস্ক না পরায় ২৭ পর্যটককে ২৭শ টাকা জরিমানা করা হয়। এক পর্যটক অসৌজন্য আচরণ করায় তাকে কিছুক্ষণ গাড়িতে বসিয়ে রাখা হয়। খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, করোনা সংক্রমণ বাড়ায় জেলায় ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করেছি। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করছি। স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী হামলায় বাঘাইছড়িতে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধএক মাসে ১৭ দুর্ঘটনা ১২ জনের প্রাণহানি