খাগড়াছড়িতে মন্দির ও শ্মশানের অনুদানের চেক বিতরণ

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে মন্দির ও শ্মশানের অনুদানের চেক ও নগদ অর্থ বিতরণ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন। গতকাল সকালে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে ৫টি শ্মশান ও মন্দির এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারের মাঝে এক লক্ষ পঞ্চশ হাজার টাকা বিতরণ করা হয়।
খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সদরের পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রুপনা চাকমা কনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের অভিভাবক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধশর্ত মানেনি ইসকন, বাতিল হবে প্রবর্তকের সঙ্গে চুক্তি