খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষে শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণিল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ধর্মীয় প্রতীক ও সঙ্গীতের তালে তালে আয়োজিত শোভাযাত্রায় নারীপুরুষ ও শিশুকিশোরসহ শত শত মানুষ অংশ নেন। শোভাযাত্রায় বড়দিন উদযাপন পরিষদের সভাপতি রনিক ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা যিশুখ্রিস্টের শান্তি, প্রেম ও মানবকল্যাণের বার্তার গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, সমপ্রীতি ও সৌহার্দ্যের বন্ধন জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিশু-কিশোরদের প্রযুক্তিভিত্তিক শিক্ষাদান করা দরকার
পরবর্তী নিবন্ধহাটহাজারী ফাউন্ডেশনের মিলনমেলা