খাগড়াছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে সেনাবাহিনী। গত সোমবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়িটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ আটক করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় সেনা অভিযানে ১৪২ ক্যান বিয়ার, ৩৮ বোতল হুইস্কি, ৫ বোতল ভদকা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। অভিযান শেষে জব্দকৃত বিদেশি মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।