খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রমেশ্বর চাকমা (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের দীঘিনালা বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দীঘিনালা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। যে এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে সেসব এলাকায় গাছের ডাল কাটার পূর্বে আমাদেরকে জানালে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখি।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, বিদ্যুতায়িত হয়ে একজন মৃত্যুবরণ করেছে বিষয়টি আমরা শুনেছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি।

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ ছাত্রলীগের ‘গোপন’ বৈঠক : আরও ২ আসামি কারাগারে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ৪ জনের বিরুদ্ধে মামলা