খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ির তিনটহরী গুচ্ছগ্রামে বাড়ির উঠানে পরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ৭ বছরের শিশু মো. জোবায়ের হোসেনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বৃষ্টিপাতের সময় তিনটহরী গুচ্ছগ্রামের মো. কামাল হোসেনের উঠানে বিদ্যুতের সংযোগ তার ছিঁড়ে পরে থাকে। শিশু জোবায়ের হোসেন বিদ্যুৎ তারের স্পর্শে এসে গুরুতর আহত হয়। শিশুটিকে উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. মহিউদ্দীন বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনচারুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে চোরাই গার্মেন্টস পণ্যসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধবিশ্ব মেডিটেশন দিবস পালিত