খাগড়াছড়িতে বালক-বালিকাদের এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব১৫ বালকবালিকাদের মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২৫ জানুয়ারি বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম। খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নুনছরি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ক্যজাই মারমা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের শরীরচর্চা শিক্ষক কামাল উদ্দিন, ইটছড়ি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গীতায়ন চাকমা, খাগড়াছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজিনা আক্তার। প্রশিক্ষণের ট্রায়ালে ৬০ জন খেলোয়াড় থেকে ৩০ জনকে বাছাই করা হয়। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধফুটসালের শিরোপা জিতে সাবিনা লিখলেন ‘আলহামদুলিল্লাহ’