খাগড়াছড়িতে প্রশান্ত ছায়া ও রেকর্ড রুম উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য নির্মিত ‘প্রশান্ত ছায়া’ এবং নতুনভাবে আধুনিকায়ন করা রেকর্ড রুম উদ্বোধন করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, সেবা নিতে আসা মানুষদের ভোগান্তি কমাতে প্রশান্ত ছায়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে নথি সংরক্ষণ করা হবে নতুন রেকর্ড রুমে, যা সেবা প্রার্থীদের জন্য দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করবে।

প্রশান্ত ছায়া ও রেকর্ডরুমে পরিকল্পনা ও বাস্তবায়ন করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। তিনি বলেন,”সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও জনবান্ধব প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সিএনজির ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
পরবর্তী নিবন্ধখানকায়ে আমানতীয়া বেলায়েতীয়ায় ১২ দিনব্যাপী মিলাদুন্নবী (সা.) মাহফিল