খাগড়াছড়িতে পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে পৃথক নারী ও শিশু নির্যাতন মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবু তাহেরের আদালত এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় জেলার মানিকছড়িতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি মোস্তাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে। আসামি মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে একই আদালতে জেলার রামগড়ে ২০১৯ সালের ৭ জুলাই রাত থেকে টানা দেড় সপ্তাহ নিজ মেয়েকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে আবুল কাসেম এবং তার স্ত্রী মনোয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ২শ মানুষ পেল চক্ষু সেবা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ইয়াবাসহ এক নারী আটক