পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে পালিত হচ্ছে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি। আজ রোববার খাগড়াছড়ি জেলাজুড়ে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হচ্ছে এই কর্মসূচি।
পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই অবরোধের ডাক দেয়।
অবরোধের কারণে দূর পাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার আঞ্চলিক সড়কেও গাড়ি চলাচল করছে না। তবে শহর ও শহরতলীতে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অবশ্য অবরোধের সমর্থনে কোথাও পিকেটিং চোখে পড়েনি।
প্রসঙ্গত, ১৬ থেকে ১৯ জানুয়ারি খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় সফর করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্য সদস্যরা।