খাগড়াছড়িতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে পরিত্যক্ত স্লুইস গেইটে গোসল করতে নেমে পানিতে ডুবে নুর নবী (১৩) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় রামগড়ে পরিত্যক্ত একটি স্লুইস গেইটের খালে সহপাঠিদের নিয়ে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নুর নবী রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মো. লিটনের ছেলে। সে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। মৃত নুর নবীর মামা ইসমাইল হোসেন জানান, সহপাঠীদের নিয়ে স্লুইস গেইটে গোসল করতে নেমে গেইটের গভীর ডোবাতে ডুবে যায় সে। পরে সহপাঠীদের আর্তচিৎকারে আমরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রামগড় থানার

উপপরিদর্শক রায়হান জানান, পানিতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যৌথ অভিযানে কাঠ উদ্ধার
পরবর্তী নিবন্ধসৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের মানবিক কর্মকাণ্ড সমাজের জন্য দৃষ্টান্ত