খাগড়াছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের অপারেশন ডেভিড হান্ট ফেইজটু এর অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা আটক হয়েছে। গত শনিরার রাতে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু ও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা যুবলীগের ১ নং সদস্য বোরখান উদ্দিন চৌধুরীকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে শান্তি নগর থেকে, পৌর যুবলীগ নেতা মো. রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ কায় কিসলু জানান, আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ফেইজটু অপারেশন চলমান থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমরা মুরগী জবাই করে সরবরাহ হচ্ছিল হোটেলে
পরবর্তী নিবন্ধবুদ্ধিজীবী হত্যা ‘ভারতীয় সেনাবাহিনীর ষড়যন্ত্রের অংশ’: গোলাম পরওয়ার