খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত কিশোরী মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান জামালের মেয়ে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের বাবা মো. আব্দুর রহমান জামাল বলেন, আমরা যখন বাড়িতে ছিলাম না তখন কে বা কারা আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। কি দোষ ছিল তার মেয়ের এ প্রশ্ন করে তিনি তার মেয়ের হত্যাকারীর বিচার দাবি করেন। পরে স্থানীয়রা খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে ছুটে যান।
এসময় ঘটনাস্থলের পাশ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তিনি বলেন, লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে জানিয়ে তিনি বলেন, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। তবে ঘটনার অধিকতর তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।












