নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ বছর বই বিতরণ করা হয়। শিক্ষার্থী আনাস মাহমুদ ও মো. মনাফ জানায়, নতুন বছরের প্রথম দিন আজ। তার মধ্যে নতুন বই পেয়েছে তারা। নতুন বই পেয়ে দারুণ ভালো লাগছে।
শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, এবছর তাদের বিদ্যালয়ের জন্য নতুন বছরে ক্ষুদ্র – নৃগোষ্ঠীদের মাতৃভাষার বই সহ শতভাগ পেয়েছেন। এবং শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮০শতাংশ বই বিতরণ করতে পেরেছেন। খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল মৃধা জানান, জেলায় বইয়ের চাহিদা ছিল ৩ লাখ ৭৭ হাজার ৭শ ৯৮ টি। আমরা শতভাগ বই বরাদ্দ পেয়েছি। সব উপজেলায় বরাদ্দকৃত বই পৌছে দেয়া হয়েছে।











