খাগড়াছড়িতে থ্রি হুইলার পরিবহনের ওপর অত্যধিক পৌরকর আদায়ের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিক্ষোভ মিছিল করেছে থ্রি হুইলার পরিবহন সমন্বয় পরিষদ। গতকাল জেলা শহরের ব্যস্ততম এলাকা শাপলা চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, থ্রি হুইলার, সিএনজি, মাহিন্দ্র গাড়িগুলো থেকে পৌর এলাকার তিনটি জায়গায় থেকে ২০ টাকা করে ৬০ টাকা প্রতিদিনই তিনবার পৌরকর আদায় করার অভিযোগ করেন, যা এসব নিম্ন আয়ের মালিক ও চালকদের মরার উপর খাঁড়ার ঘা। বক্তারা অচিরেই এসব থ্রি হুইলার থেকে ৫ টাকা করে ১৫ টাকা পৌর কর আদায় করার জন্য দাবি জানান। অন্যথায় কর্মসূচি নেয়ার হুমকি দেন। পরে পৌর মেয়রকে স্মারকলিপি প্রদান করা হয়।












