বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ বলেছেন, হলুদ সাংবাদিকতা রুখতে টেলিভিশন, পত্রিকা মালিকদের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। অন্যথায় এর রোধ করা কঠিন হয়ে পড়বে। গতকাল মঙ্গলবার খাগড়াছড়িতে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস কাউন্সিল আইন, আচরণ বিধি ও তথ্য অধিকার আইন ২০০৯ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মোমেন মজুমদার, সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিরা।